আপীল দায়েরের নিয়মাবলীঃ
নিম্ন আদালতের আদেশের সার্টিফাইড কপিসহ আবেদনকারীকে নিজে অথবা আইনজীবির মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের উপর ২০ (বিশ) টাকার কোর্ট ফি এবং ওকালতনামার উপর ২০ (বিশ) টাকা মুল্যের কোর্ট ফি প্রদান করতে হবে।
রিভিউ করার প্রক্রিয়াঃ
চেয়ারম্যান/সদস্য মহোদয়গণের আদেশের বিরুদ্ধে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করতে হলে আপীল আদেশে যে আইনগত ও তথ্যগত বিষয়াবলী বিবেচনায় আনা হয়নি তা সুনির্দিষ্টভাবে উল্লেখ পূর্বক পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন ফুলবোর্ডে দাখিল করতে হবে।